Tuesday, April 27, 2010

মহামূল্যবান উপদেশ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর পূর্বে মহামূল্যবান মনে করো;
1. বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকালকে,
2. রুগ্ন হয়ে যাবার পূর্বে তোমার সুস্থতাকে,
3. দরিদ্র হয়ে যাবার পূর্বে তোমার স্বচ্ছলতাকে
4. ব্যস্ততা আসার পূর্বে তোমার অবকাশকে, এবং
5. মৃত্যূ আসার পূর্বে তোমার জীবনকালকে
[মিশকাত]
রাহে আমল ২য় খন্ড বিষয়-হাদীস ৩৭৫

No comments: